বিসমিল্লাহির রাহমানির রাহিম
৫নং মদনখালী ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
পীরগঞ্জ, রংপুর।
সম্মানিত অত্র ইউনিয়নবাসি,
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ‘‘ ইউনিয়ন তথ্য ওসেবা কেন্দ্র’’ চালু কারছেন। যার লক্ষ্য হল সমাজের তৃণমূল মানুষের দোরগড়ায় সহজে ও দ্রূত ‘তথ্যসেবা’’ পৌছান নিশ্চিত করা। উদ্দেশ্য হল ভিশন ‘‘২০২১’’ রূপকল্প বাস্তবায়ন করা।
তথ্য ও সেবা কেন্দ্রের ‘‘ডিজিটাল’’ সেবা সমূহঃ
v কম্পিউটার কম্পোজ ও ফটোকপি।
v জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক, চারিত্রিকসহ বিভিন্ন ফরম।
v পরীক্ষার রেজাল্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি ও নিবন্ধন ফরম।
v স্কুল ও মাদরাসার e- sif পুরন।
v ই-মেইল ও ইন্টারনেটসহ অনলাইন সুবিধা।
v ছবি তোলা, লেমিনেটিং ও স্ক্যানিং।
v কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ।
v কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রজেক্টর ভাড়া।
v এছাড়াও পরবর্তিতে আসছে জেলা- ই- সেবাসহ মোবাইল ব্যাংকিং সেবা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS